14813208_10210589052313327_1455989778_oবিখ্যাত নাট্যকার উইলিয়াম শেকস্পিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী উদ্্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বছরব্যাপী কার্যক্রম এর আওতায় শেকস্পিয়রের নাটক: বিষয়বস্তু, বৈশিষ্ট এবং অভিনয় শৈলী শিরোনামে বিভিন্ন নাট্য সংগঠনের ৮০জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০১৬ পক্ষকালব্যাপী বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যসারথী জনাব আতাউর রহমান। জাতীয় নাট্যশালার ১নং মহড়া কক্ষে কর্মশালা চলছে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। গত ১৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে উপস্থিত অতিথি হিসেবে উপস্থত ছিলেন বছরব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যজন রামেন্দু মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুস সেলিম ও আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী দিনে লেকচার প্রদান করেন নাট্যসারথী জনাব আতাউর রহমান। ১৫ অক্টোবর বিকাল ৪টা-৬টা শেক্সপিয়রের উপর নির্মিত বিভিন্ন ফিল্ম প্রদর্শনী শেষে লেকচার প্রদান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং কর্মশালা ভিত্তিক ৫টি দল তৈরী করেন। প্রত্যেকটি দল ১টি নাটকের বাছাকৃত অংশ মঞ্চস্থ করবে।

নাটকগুলো হলো: ইম্প্রোভাইজেশন প্রযোজনা: ১। ম্যাকবেথ, অনুবাদ- সৈয়দ শামসুল হক উপদেস্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন কামালউদ্দিন কবির, ২। ওথেলো, অনুবাদ- মুনীর চৌধুরী ও কবীর চৌধুরী উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন স¤্রাট প্রামাণিক, ৩। মার্চেন্ট অব ভেনিস, অনুবাদ- অধ্যাপক আব্দুস সেলিম উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আল জাবির, ৪। টেম্পেস্ট, অনুবাদ- সৈয়দ শামসুল হক উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর আহমেদ সিডনী এবং ৫। টেমিং অব দ্যা শ্রু, অনুবাদ- মুনীর চৌধুরী উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আহমেদ মুকুল। ১৬ ও ১৭ অক্টোবর লেকচার (অভিনয় কৌশল, শেক্সপিয়রের নাটকের অভিনয় কৌশলের রূপান্তর) জনাব ইসরাফিল শাহীন, ১৮ অক্টোবর লেকচার ( ইতিহাস ও শেক্সপিয়রের নাটকের গঠন শৈলী) জনাব শহিদুল মামুন, ২১ অক্টোবর ইম্প্রোভাইজেশন জনাব মামুনুর রশীদ, ২২ অক্টোবর অধ্যাপক নিয়াজ জামান, ২৩ অক্টোবর জনাব আতাউর রহমান, ২৪ অক্টোবর অধ্যাপক রেবেকা হক, ২৫ অক্টোবর অধ্যাপক ফকরুল আলম, ২৮ অক্টোবর অধ্যাপক আব্দুস সেলিম, ২৯ অক্টোবর জনাব তারিক আনাম খান, জনাব আতাউর রহমান ও সহযোগীবৃন্দ। কর্মশালার মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক জনাব আলী আহমেদ মুকুল। উল্লেখ্য আগামী ৩০ অক্টোবর ২০১৬ বিকাল ৫.৩০টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সমাপনী আয়োজন ও বাছাইকৃত ৫টি নাটকের প্রদর্শনী।