%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8

মালয়েশিয়ার স্নেয়াওয়াংয়ের টেঙ্কু জাফর ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি সিরামিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধসহ কমপক্ষে ৭ জন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বয়লারে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে শ্রমিকরা আহত হন। স্নেয়াওয়াং সিটি ফায়ার এবং রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নূর আজম খামিস জানান, অগ্নিনির্বাপক দলের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে টেঙ্কু জাফর হাসপাতালে পাঠায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

নূর আজম খামিস আরো জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ, ভারত ও নেপালের ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বাকি আহতদের পরিচয় জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।