%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be

সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশবাদীদের সাইকেল র‌্যালি পন্ড করে দিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।শুক্রবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কয়েক শ’ তরুণ-তরুণী সাইকেল র‌্যালি বের করার চেষ্টা করলে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়।এ সময় রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধীরা শহীদ মিনাররের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করলে ছাত্রলীগ কর্মীরা তাদের সেখান থেকেও সরিয়ে দেয়ার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা শহীদ মিনার এলাকাতেই অবস্থান করে।

সাইকেল র‌্যালির অন্যতম আয়োজক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকারিয়া হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগ কর্মীরা রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী অ্যাক্টিভিস্টদের মারধর করেছে।সাইকেল র‌্যালি করার সময় শহীদ মিনারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের ব্যানারে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে মানববন্ধন করে।ছাত্রলীগের মানববন্ধনে উপস্থিত ছিলেন দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। তিনি বলেন, আমরা উন্নয়নের পক্ষে, আমরা রামপাল বিদ্যুৎকেন্দ্রের পক্ষে।

সাইকেললর‌্যালির আয়োজক ফেসবুকের গ্রুপ ‘বাঁচাও সুন্দরবন’। র‌্যালিটি শহীদ মিনার হয়ে পলাশী, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব, শংকর, মোহাম্মদপুর, আসাদগেট, সংসদ ভবন, ফার্মগেট, শাহবাগ, কার্জন হল হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। প্রেসক্লাবে রামপাল বিদ্যুৎকেন্দ্রকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ করার কথা ছিল।বাঁচাও সুন্দরবন’ গ্র“পের প্রধান সমন্বয়ক সামান্থা শারমিন বলেন, ছাত্রলীগের বাধায় আমরা র‌্যালি বের করতে পারিনি। আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তারপর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।এদিকে, র‌্যালিতে সমর্থন জানাতে শহীদ মিনারে উপস্থিত আছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও শিল্পী কফিল আহমেদসহ বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতৃবৃন্দ।সাইকেল র‌্যালিতে বাধা দেয়ার ব্যাপারে আনু মুহাম্মদ বলেন, তরুণদের কর্মসূচিতে বাধা দেয়ার কারণে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। রামপালের বিপক্ষে সুন্দরবন বাঁচাতে তরুণরা যে যেভাবে পেরেছন প্রতিবাদ করছেন। কেউ গান, কেউ কবিতা কেউ নাটক করে প্রতিবাদ জানাচ্ছেন। এরই অংশ হিসেবে সাইকেল মিছিল হওয়ার কথা ছিল।