sabbir-rahman

জয় থেকে আর মাত্র ৩৩ রান দূরে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৫৩ রান। শেষ দিনে অভিষিক্ত সাব্বির রহমান ৫৯ রানে ব্যাট করতে নামবেন। অপরাজিত আছেন ১১ রান করা তাইজুল ইসলাম। টাইগারদের টার্গেট ২৮৬ রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই রোববার চতুর্থ দিন সকালে দ্বিতীয় ইনিংসে ২৪০ অলআউট হয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসের ইংলিশদের লিড ছিল ৪৫ রানের।প্রতিদিনের মতোই পুর্ব দিকে সূর্য উঠবে সোমবার ভোরে, সকালটি তবু হবে একটু আলাদা। ক্রিকেটের প্রতিটি দিনই শুরু হয় আশা নিয়ে, এই আশা তবু একটু অন্যরকম; ইংল্যান্ডের মত পরাশক্তিকে হারানোর বাস্তব সম্ভাবনা। এমন হাতছানি নিয়ে কটা দিন শুরু হয়েছে টেস্ট ক্রিকেটের বাংলাদেশের!কাজটা এখনও কঠিন, তবে অসম্ভব নয়। নয় খুব দূরও। শেষ দিনে চাই ৩৩ রান, হাতে ২ উইকেট। তবে ভরসা হয়ে আছেন একজন।সাব্বিরের সঙ্গে মুশফিকুর রহিমের অসাধারণ এক জুটিতেই জয়ের কাছে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। গ্যারেথ ব্যাটির অসাধারণ এক বলে অধিনায়কের বিদায়ে ফিকে হয়েছিল স্বপ্ন। দিন শেষে সেই স্বপ্ন টিকে রইল সাব্বিরের ব্যাটে।সেই সাব্বির, যার এটি অভিষেক টেস্ট। সেই সাব্বির, এক সময় যার পরিচয় ছিল টি-টোয়েন্টি স্পেশালিস্ট। টেস্ট ব্যাটসম্যান হিসেবে সামর্থ্য নিয়ে প্রশ্নের মধ্যেই যিনি মাথায় তুলেছেন টেস্ট ক্যাপ।

সেই সাব্বিরই অসাধারণ ব্যাট করে টিকে আছেন আশা হয়ে। লোয়ার অর্ডারদের নিয়ে চেষ্টা করছেন দলে জয়ের তরী তীরে ভেড়ানোর। টানটান উত্তেজনার টেস্ট চতুর্থ দিন শেষে দাঁড়িয়ে রোমাঞ্চকর মোড়ে।সকালে ইংল্যান্ডের শেষ দুই উইকেট দ্রুতই তুলে নেয় বাংলাদেশ। লক্ষ্য দাঁড়ায় ২৮৬। চতুর্থ ইনিংসে এই রান তাড়া যে কোনো উইকেটেই কঠিন। এ রকম ব্যাটিং দুরূহ উইকেটে সেটি ছিল প্রায় অসম্ভবের কাছাকাছি। বাংলাদেশ সম্ভাবনা জাগিয়েছে সেটিকেই সম্ভব করে তোলার।হারার আগে হার না মানার ইঙ্গিত ছিল প্রথম জুটিতেই। যদিও মাত্র ৩৫ রানের জুটি, এই উইকেটে ওই শুরুটাই গড়ে দেয় বিশ্বাসের ভিত।

প্রথম ইনিংসের মতোই তামিম ছিলেন সতর্ক, ইমরুল সাবলীল। কঠিন উইকেটে চাপের মধ্যে ইমরুলের দুর্দান্ত ব্যাটিং বুঝিয়ে দিয়েছে, কেন তিনি এখন দেশের অন্যতম সেরা। পেস-স্পিন সামলেছেন স্বচ্ছন্দে। সুইপ খেলেছেন, রিভার্স সুইপ করেছেন।আউটও হলেন সুইপ করতে গিয়েই। আদিল রশিদের বল তার গ্লাভস ছুঁয়ে জমা পড়ল জো রুটের হাতে (৪৩)। দারুণ টার্ন ও বাউন্সে এর আগেই মইন আলি ফিরিয়েছেন তামিম ইকবালকে (৯)।

মুমিনুল হক ও মাহমুদউল্লাহর ব্যাট আশা জাগিয়েছে। দুজনই ফিরেছেন থিতু হয়ে, গ্যারেথ ব্যাটির বলে এলবিডব্লিউ দুজনই। সাকিব খেলছিলেন স্বচ্ছন্দে, কিন্তু পারেননি প্রথম ইনিংসের ভুলের প্রায়শ্চিত্ত করতে (২৪)।বাংলাদেশ তখন ৫ উইকেটে ১৪০। জয় তখন দূরের বাতিঘর! মুশফিক ও সাব্বিরের ব্যাটে ধীরে ধীর কাছে আসছিল সেই আলোর রেখা।বেন স্টোকস আর জনি বেয়ারস্টোর জুটি যেভাবে এগিয়ে নিয়েছে ইংল্যান্ডকে, মুশফিক আর সাব্বিরের ব্যাটেও বাংলাদেশ পাচ্ছিল একই ভরসা। সাব্বিরের শুরুটা ছিল সহজাত আক্রমণাত্মক, মুশফিকের ব্যাটে ছিল নির্ভরতা।জুটি জমে যাওয়ার পর খেলার ধরনে আসে পরিবর্তন। চা-বিরতির পর দুজনই খেলেছেন দেখেশুনে। প্রথম ২০ বলে সাব্বির করেছিলেন ২৩ রান, পরের ৪৫ বলে ১৫। জুটির রান এগিয়ে যাচ্ছিল শতরানের দিকে। তখনই মুশফিকের বিদায়।রাউন্ড দা উইকেটে করা ব্যাটির বলটি লেংথ থেকে লাফ দিল আচমকা। মুশফিকের গ্লাভসে ছোবল দিয়ে বল আশ্রয় নিল শর্ট লেগের হাতে। গ্যালারির পিনপতন নিরবতা ভেদ করে শোনা গেল ইংলিশদের আনন্দ চিৎকার। ড্রেসিং রুমের মুশফিকের হাঁটা যেন অসার শরীরটাকে কোনো রকমে টেনে নেওয়া।৮৭ রানের সেই জুটি ভাঙার পর দ্রুতই নেই আরও দুই উইকেট। অভিষেক ম্যাচেই এমন উইকেটে প্রচ- চপের মাঝে মেহেদী হাসান মিরাজের কাছে বড় কিছুর দাবিটাও হয়ত কঠিন। অভাবনীয় কিছু করতে পারেননি তিনি। পারেননি আরেক অভিষিক্ত কামরুল ইসলাম রাব্বিও।তবে দারুণভাবে পারলেন তাইজুল। সাব্বিরকে শুধু সঙ্গই দেননি, শেষ বিকেলে করেছেন কিছু মহামূল্যবান রানও।

সাব্বিরের ব্যাটিং ছিল মুগ্ধতা জাগানিয়া। মুশফিকের বিদায়ের পর খেলেছেন দায়িত্ব নিয়ে। প্রথম ইনিংসের মতো এদিনও বল একবার লেগেছে তার হেলমেটে। শরীরটাও স্স্থু ছিল না পুরোপুরি। ব্যাটিংয়ে সে সবের প্রভাব পড়েছে সামান্যই। অপরাজিত আছেন ৯৩ বলে ৫৯ রানে।অসাধারণ ইনিংসটি অমরত্ব পেতে পারে দলকে জেতালে। তাইজুল তো ব্যাট হাতেই একবার দলকে জিতিয়েছেন শেষ দিকে রান করে, দুই বছর আগের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে।হারের শঙ্কা আছে, স্বপ্নটাও আছে সমানতালে। পঞ্চম দিনের আগে এই বাস্তবতাও তো এই টেস্টে বাংলাদেশের বড় প্রাপ্তি!চতুর্থ দিনেই চট্টগ্রাম টেস্টের ফলাফল হচ্ছে এমন ভাবনায় ছিলেন অনেকেই। কিন্তু না, ক্রিকেট দেবতা এ টেস্ট নিয়ে গেছেন পঞ্চম দিনেও! শেষ দিনেই নিশ্চিত হচ্ছে টেস্ট সিরিজে কারা এগিয়ে থাকছে। বাংলাদেশ না ইংল্যান্ড?এদিকে,জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৩ রান। অন্যদিকে, ইংল্যান্ডের চাই দুই উইকেট। বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে সাব্বির রহমানের অনবদ্য ৫৯ রানের অপরাজিত ইনিংস। অপর প্রান্তে তাইজুল ইসলাম (১১ অপ.)।স্বাভাবিকভাবে জয়ের জন্য পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে সাব্বিরের দিকেই। তেমনি সাব্বিরের ব্যাটের দিকে চেয়ে আছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।

চতুর্থ দিনের ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন হাতুরুসিংহে। টেস্ট সিরিজ শুরুর আগে তিনি বলেছিলেন তার ২০ উইকেট নেওয়ার মতো বোলিং কম্বিনেশন নেই। তবে ক্রিকেটারা মাঠেই কোচের সেই কথাকে মিথ্যা প্রমাণ করেছেন। হয়তো ক্রিকেটারদের তাঁতিয়ে দেওয়ার জন্যই কোচ অমনটা বলেছিলেন।সংবাদ সম্মেলনে কোচের বক্তব্যে তারই আভাস পাওয়া গেল, আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুবই সন্তুষ্ট। তারা ২০ উইকেট তুলে নিয়েছে। চতুর্থ দিন পর্যন্ত আমরা ম্যাচে আছি। এটা বিরাট পাওয়া।