%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6

চলতি ২০১৬ সালের মধ্যেই কওমী শিক্ষাসনদকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। রোববারসকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম, সিনিয়র সহ-সম্পাদক মাওলানা দিলওয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা সদরউদ্দিন মাকনুন প্রমুখ।

সংবাদ সম্মেলনে ৭টি দাবি উত্থাপন করা হয়।এরমধ্যে উল্লেখযোগ্য হলো, চলতি ২০১৬ সালের মধ্যেই কওমী শিক্ষাসনদকে স্বীকৃতি দিতে হবে; কওমী মাদরাসা বোর্ডগুলো তাদের নিজস্ব বিধান অনুযায়ী পরিচালিত হবে; কওমী মাদরাসার নেসাব ও নেজামে তালিমে কোনো হস্তক্ষেপ চলবে না; আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা পুরোপুরিভাবে অক্ষুণœ রাখতে হবে; কওমী মাদরাসা কখনো এমপিভুক্ত হবে না এবং মাদরাসাগুলোর পরিচালনা কমিটিতে কোনো হস্তক্ষেপ করা চলবে না।এ দাবিগুলো বাস্তবায়ন না করলে রাজধানীতে সেমিনার ও মহাসমাবেশ করা হবে বলেও জানান পরিষদের সদস্য সচিব।