sakib

ঢাকা,১ফেব্রুয়ারি, নিউজ স্পোর্টস: বাংলাদেশের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান৷ শনিবার ওয়েস্টিন হোটেলের বলরুমে দেশসেরা এই অলরাউন্ডারের সঙ্গে দুবছরের জন্য চুক্তি করেছে এই কোম্পানি৷বাংলালিংকের বিভিন্ন প্রচারণায় অংশ নিবেন দেশের এই সেরা ক্রিকেটার৷ কোম্পানির ভাবমূর্তি উজ্জ্বল করতে তাকে দেখা যাবে নানা আয়োজনে৷ ওয়েস্টিন হোটেলে শনিবার এক সংবাদ সম্মেলনে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেন বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা৷

এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার ইয়াসির আব্দেল হাকিম, চিফ টেকনোলজি অফিসার পেরিহেন এলহামি, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম৷

জিয়াদ সাতারা নিজ প্রতিষ্ঠানের লোগেতে থাকা বাঘের ডোরাকাটা চিহ্নের দিকে ইঙ্গিত করে বলেন, বাংলালিংক এবং সাকিব আল হাসানের মধ্যে এই নতুন অধ্যায় যেন দুই বাঘের এক সাথে হয়ে নতুন কিছু অর্জনের পথে প্রথম ধাপ৷

একদিনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার সাকিব টাইগারদের সাবেক অধিনায়ক৷ ২৭ বছর বয়সী সাকিবের সঙ্গে জুটিবদ্ধ বাংলালিংক দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যার গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি৷

এই অনুষ্ঠানে সাকিব বলেন, বাংলালিংকের সঙ্গে আমার পথচলা আশা করি দুবছর মসৃণ হবে৷ আমি গর্বিত ও আনন্দিত যে এরকম প্রতিষ্ঠানের সঙ্গে পথচলা হবে৷ এধরনের ব্র্যান্ডিং অ্যাম্বাসেডর আমাকে অনেক অনুপ্রাণিত করে৷সদ্য শ্রীলঙ্কার কাছে টেস্ট হেরে যাওয়ার ব্যাপারে সাকিবের কাছে মতামত জানতে চাওয়া হলে বলেন,একটা টেস্ট দিয়ে সবকিছু বিচার করা হবে না৷ আমরা পেশাদার ক্রিকেটার৷ যত তাড়াতাড়ি সম্ভব এটা ভুলে গিয়ে চট্টগ্রামে ভালো খেলতে হবে৷ আমাদের সেরা চেষ্টা করে যেতে হবে৷

এর আগে শুক্রবার গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুবছরের জন্য চুক্তিবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সহঅধিনায়ক তামিম ইকবাল ও নাসির হোসেন৷