52f248f5c9d22-back-up-RUরাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে শহরের মতিহার থানা পুলিশ তাঁকে আটক করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত রোববার অস্ত্র উঁচিয়ে হামলা করে ছাত্রলীগ। এরপর পুলিশও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজনের হাতে অস্ত্র দেখা যায়। শিক্ষার্থীদের ওপর হামলার সময় অস্ত্র হাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমনের পাশেই ছিলেন সহসভাপতি দেলোয়ার হোসেন।

তবে দেলোয়ার হোসেনকে কোন মামলায় আটক করা হয়েছে, তা জানা যায়নি।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের করা চার মামলার কোনোটিতেই ছাত্রলীগের অস্ত্রধারী কোনো নেতাকে আসামি করা হয়নি। আসামি করা হয়েছে আন্দোলনকারী প্রগতিশীল ছাত্রজোটের নেতা ও শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের।