rrগতকাল বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইপাস এলাকায় প্রাইভেট কার চাপায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে বাখরাবাদ গ্যাস সিস্টেম লি. এর ব্যবস্থাপক (সংযোগ) ইয়াকুব আলী খান (৫৬) প্রতিদিনের ন্যায় ওই মহাসড়কের পুলিশ লাইন এলাকায় প্রাতঃভ্রমণ করতে বের হন। এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১২-৭৪৬২) ও ট্রাকের মুখোমুখি হলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে আশংকাজনক অবস্থায় ঢাকা নেবার পথে মৃত্যু হয়। সদর থানার ওসি (তদন্ত) কামাল পাশা জানায়, প্রাইভেট কারটিকে আটক করতে পারলেও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।