10144_dolপেরুর উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকতে গত মাসে প্রায় ৪০০ মৃত ডলফিন ভেসে উঠেছে। এতে কর্তৃপক্ষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। তারা এখনও বুঝে উঠতে পারেননি কিভাবে এতগুলো ডলফিন একসঙ্গে মারা গেলো। ইকুয়েডর সীমান্তের কাছাকাছি পেরুর উত্তরাঞ্চলীয় ল্যাম্বায়েক ও পিউরা সৈকতে মৃত ডলফিনগুলো ভেসে ওঠে। পেরুভিয়ান সি ইনস্টিটিউটের কর্মকর্তা জেইমে ডি লা ক্রুজ এ তথ্য জানান। তিনি বলেন, ডলফিনগুলোর মৃত্যুর কারণ উদঘাটনে সেগুলো পেরুর রাজধানী লিমায় পাঠানো হয়েছে। বিষাক্ত শ্যাওলা জাতীয় উদ্ভিদ ডলফিনগুলোর মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, সে ধরনের কিছু হলে মানুষও তাতে আক্রান্ত হতো বলে মনে করছে একটি দলের বিশেষজ্ঞরা। মৃত ডলফিনের কিছু নমুনা পরীক্ষার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় ভীষণ উদ্বেগে রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২০১২ সালে উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকতে ৮৩৬টি মৃত ডলফিন ভেসে উঠেছিল। আবার সে ধরনের ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছেন কর্মকর্তারা।