শীতকালীন অলিম্পিক ২০১৪-এর জন্য রাশিয়ায় চলাচলকারী বিভিন্ন দেশের বিমানগুলোকে যুক্তরাষ্ট্র এই মর্মে হুঁশিয়ার করে দিয়েছে যে, টুথপেস্টের টিউবে বিস্ফোরক ভরে তাদের বিমানের মাধ্যমে পাচারের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ডিপার্টমেন্ট বিদেশী এক সংবাদ সংস্থাকে জানিয়েছে, এ হুঁশিয়ার ফলে সোচিতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের জন্য সরাসরি রাশিয়ায় উড়াল দেয়ার জন্য যেসব বিমান প্রস্তুতি নিচ্ছে সেগুলোর শিডিউল ক্ষতিগ্রস্ত হবে। তবে সিআইএ জানিয়েছে, এ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের জন্য নির্দিষ্ট কোনো বিপদের হুঁশিয়ারি নয় এ সময়ে। উল্লেখ্য, এ অঞ্চলের জন্য এটি সর্বশেষ বিপদ সংকেত যার ফলে গেমসকে ঘিরে নিরাপত্তা বলয় আরো কঠোর করা হয়েছে।অভ্যন্তরীণ নিরাপত্তা ডিপার্টমেন্ট তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অভ্যন্তরীণ এবং সোচি অলিম্পিকের মতো আন্তর্জাতিক ইভেন্টের সঙ্গে জড়িতসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে তথ্য বিনিময় করে যাচ্ছে নিয়মিত।’ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এ হুমকি বা বিপদ সংকেতের ফলে সোচিতে ভ্রমণের যে গাইডলাইন বিদ্যমান রয়েছে তাতে কোনো পরিবর্তন হবে না। ৭ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য গেমসে কোনো সন্ত্রাসী তৎপরতা ঘটলে তা সামাল দেয়ার জন্য কৃষ্ণ সাগরে দুটো যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।জানা গেছে, ডিসেম্বরে ভলগোগ্রাদে দুটো আত্মঘাতী হামলা এবং ককেশাস অঞ্চলের ইসলামী বিদ্রোহী গোষ্ঠীগুলোর পাঠানো অসংখ্য হুমকির ফলে অলিম্পিক গেমসকে ঘিরে প্রবল ভীতি ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্টদের মধ্যে।