11নারায়ণগগঞ্জ আড়াইহাজার উপজেলায় ২ বছরের শিশু মাহফুজকে হত্যা করেছে তারই বাবার পরকীয়া প্রেমিকা শমেলা(৪৫)। দীর্ঘ দিনের পরকীয়া প্রেম ও আর্থিক লেনদেনের বিরোধের জের ধরেই শিশু মাহফুজকে তার বাবা জাহাঙ্গীরের পরকীয়া প্রেমিক প্রতিবেশী নারী শমেলা গলাটিপে হত্যা করে। হত্যার পর শিশু মাহফুজের লাশ প্রথমে ঘরের আলমারী ভেতর পরে সুযোগ বুঝে ফেলে দেওয়া হয় ডোবায়। আজ সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান । এ সময় সংবাদ সম্মেলনে শিশু মাহফুজের হত্যাকারী ঘাকত পরকীয়া প্রেমিকা শমেলা উপস্থিত ছিলেন।শিশু মাহফুজ হত্যকান্ডের বিষয়ে শমেলার দেওয়া জবানবন্দীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, আড়াইজার উচিতপুরা ইউনিয়নের বৈরবদী গ্রামের শিশু মাহফুজের বাবা জাহাঙ্গীরে সঙ্গে প্রতিবেশী নারী শমেলা দীর্ঘ দিনের পরকীয় প্রেম ছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েক দফা বিচার সালিশও হয়েছে। শমেলার এক ছেলে বিদেশ ও আরেক ছেলে বি এ পড়ছে। সম্প্রতি জাহাঙ্গীর শমেলার প্রবাসী পুত্রের কাছে ফোন দিয়ে বলে তাকে ৪০ হাজার টাকা দিলে তার মায়ের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক রাখবে না। এ শর্তে শমেলার প্রবাসী পুত্র মায়ের পরকীয়া প্রেমিক জাহাঙ্গীরকে ৪০ হাজার টাকা দিয়ে দেয়। কিন্তু শমেলার প্রবাসী পুত্রের কাছ থেকে টাকা নেওয়ার পরেও জাহাঙ্গীর শমেলার সাথে সম্পর্ক বজায় রাখে। এদিকে ছেলের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানতে পারলে জাহাঙ্গীরের কাছে ছেলের দেওয়া ৪০ হাজার টাকা ফেরত চায় শমেলা। কিন্তু এ নিয়ে জাহাঙ্গীর টালবাহানা শুরু করে । এতে ক্ষোভের বর্শবর্তী হয়ে শমেলা গত ৩ জানুয়ারী বিকেল ৪টায় শিশু মাহফুজকে গোপনে বাসা থেকে কোলে করে নিয়ে তুলে নিয়ে যায়। বাসায় নিয়ে মাহফুজকে গলাটিপে হত্যা করে প্রথমে লাশ আলমারীর ভেতর ও পরে রাত ৮ টায় বাড়ির পাশ্ববর্তী একটি ডোবায় ফেলে দেয় ঘাতক শমেলা। প্রসঙ্গত গত রোববার থেকে ৩ দিন পর নিখোঁজ থাকার পর গত বুধবার সকালে আড়াইহাজার থানা পুলিশ উপজেলার উচিতপুরা ইউনিয়নের বৈরবদী গ্রামের একটি ডোবা থেকে শিশু মাহফুজের লাশ উদ্ধার করে। মাহফুজ ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরে শমেলা আটকের পর বের হয়ে আসে শিশু মাহফুজ হত্যার প্রকৃত রহস্য। এদিকে শিশু মাহফুজ হত্যার ঘটনায় ঘটনায় তার মা মোসাম্মত রুনা আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। – See more at: http://www.bd-pratidin.com/2014/02/06/42237#sthash.enBfnoK4.dpuf