Jahangir Nagar Univ, Savar-Migratory Birds (21)

পাখির অভয়ারণ্য রক্ষা ও পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের মতো এবারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে পাখি মেলা। শুক্রবার সকালে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করা হয়।

এবারের মেলায় নতুন প্রজাতির পাখি ও পাখি সম্পর্কিত তথ্য দেযার জন্য তিনজনকে সম্মননা ‘বিগ বার্ড অব দ্য ইয়ার’ প্রদান করা হবে। সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ বার্ড ক্লাব, আইইউসিএন, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার ও আরণ্যক ফাউন্ডেশন