image_49378.anu_virat.jpg w=480&h=465নিউ জিল্যান্ড সফরে যাওয়ার আগে আনুশকার বাড়িতে পাঁচ রাত কাটিয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। প্রকাশ্যে দেখা যায়নি, বাড়ির প্রহরীদের কাছ থেকে জানা গিয়েছিল সেই তথ্য।
তবে এবার আর শোনা কথা নয়, প্রকাশ্যেই দেখা গেল তাদের। কোহলির সাথে সময় কাটাতে নিউ জিল্যান্ড উড়ে গিয়েছিলেন আনুশকা। টুইটারে প্রকাশিত ছবিতে হাতে হাত রেখে অকল্যান্ডের নির্জন রাস্তায় দুজনে হেঁটে যাচ্ছেন। কোহলি ভারতীয় ক্রিকেট দলের সাথে নিউ জিল্যান্ড সফরে আছেন তবে আনুশকা কোথায় আছেন জানা যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবর খুব গুরুত্ব সহকারেই প্রকাশ করেছে।