priyanka-chopra-wallpaper-13_42408কিছুদিন আগেই শ্যুটিংয়ের সময় সেটের কিছু অংশ ভেঙে পড়ায় আঘাত পান শাহরুখ খান। কিন্তু তাতেই আপাতত রেহাই পাচ্ছে না বলিউড।

সম্প্রতি আহত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। রণবীর সিং এবং অর্জুন কাপুরের সঙ্গে তার পরবর্তী ছবি গুণ্ডে-র প্রমোশনে এসেছিলেন কমেডি নাইটস উইথ কপিল-এর সেটে। সেখানেই নজরে এলো তার হাঁটুর কাছে লাগানো ব্যান্ডেজ। এই চোট অবশ্য পিগি চপস-এর উত্তেজনায় বিন্দুমাত্র চিড় ধরাতে পারেনি। হাইহিল পরাই হোক, বা সহ অভিনেতাদের সঙ্গে নাচে পা মেলানো সবই করেছেন হাসি মুখে।

তবে দিন শেষে তার টুইট বলেছে অন্য কাহিনী। এই মাইক্রো ব্লগিং সাইটে নিজ মুখে তিনি স্বীকার করে নিয়েছেন অসহ্য ব্যথার কথা!