২টি মাইক্রোবাস, ৪টি সিএনজি অটোরিঙ্া ও চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার৷

07-02-2014- Team no-05 (9) copy

গত ০৬/০২/২০১৪ খ্রিঃ গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (দক্ষিণ) এর সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত এর নেতৃত্ব্ ÷ে0;ুটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে৷ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম ও বরিশাল জেলা হতে গাড়ী চুরি/ছিনতাই চক্রের সক্রিয় সদস্য (১) শামীম (২) মিজান (৩) সাইফুল ইসলাম (৪) খলিল মিয়া (৫) মোঃ আলমগীর হোসেনদের গ্রেফতার করে৷ তাদের জিজ্ঞাসাবাদে চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানা এলাকা হতে (১) ১টি এঙ্ নোয়া মাইক্রোবাস যার চেসিস নম্বর অতজ৬০-০২৩১৩৩৩, খুলশী থানা এলাকা হতে (২) একটি সাদা রংয়ের নোয়া মাইক্রোবাস যার চেসিস নম্বর কজ৪২-৫০৪০৬৬৪ উদ্ধার করা হয়৷

অপর টিম গত ০৬/০২/২০১৪ খ্রিঃ তারিখ শেরেবাংলা নগর থানাধীন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরম্নরী বিভাগের সামনে রাসত্মার উপরে অভিযান পরিচালনা করে৷ উক্ত অভিযানে ২টি সিএনজি চালিত অটোরিঙ্া (যাহার একটির রেজিঃ নম্বর ঢাকা মেট্রো থ-১৪-২১৪১, অপরটির রেজিঃ নম্বর ঢাকা মেট্রো থ-১৩-০২৩৬) আটক করা হয়৷ সিএনজিতে অবস্থানরত আসামী ১৷ মোঃ সুমন (২৮), ২৷ আমিন (২৪), ৩৷ আব্দুস সালাম (৩০), ৪৷ মিজান (২৫), ৫৷ জসিম (২৪), ৬৷ মোঃ আমির হোসেন (২৭), ৭৷ মোঃ শাহাদত হোসেন (২২) দের গ্রেফতার করে৷ তাদের নিকট হতে ১১০ পিচ চেতনা নাশক ট্যাবলেট, ১টি চায়ের বড় ফ্লাঙ্ উদ্ধার করা হয়৷ জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চায়ের মধ্যে চেতনা নাশক ঔষধ মিশিয়ে সুকৌশলে সিএনজি চালিত অটোরিঙ্ার চালকদের খাইয়ে অটোরিঙ্া চুরি করে নিয়া যায়৷ তাদের দেখানো মতে আরো ০২টি চোরাই সিএনজি চালিত অটোরিঙ্া যাহার একটির রেজিঃ নম্বর ঢাকা মেট্রো থ-১৩-০৭৭২, অপরটির রেজিঃ নম্বর ঢাকা মেট্রো থ-১৩-৫০৪০ ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানা এলাকা হতে উদ্ধার করে৷ উলেস্নখিত উদ্ধারকৃত (১) এঙ্ নোয়া মাইক্রোবাসটি পল্টন থানার মামলা নং-১৪, তাং ১৭/১২/২০১৩ইং ধারা ৩৯৪ পেনাল কোড এর চোরাই উদ্ধারকৃত আলামত৷ উদ্ধারকৃত (২) নোয়া মাইক্রোবাসটি ডেমরা থানার মামলা নং-১৫, তাং ২৮/১২/২০১৩ইং ধারা ১৭০/৩৭৯ পেনাল কোড এর চোরাই উদ্ধারকৃত আলামত৷ উদ্ধারকৃত (৩) ঢাকা মেট্রো থ-১৩-০৭৭২ রেজিঃ নম্বরের সিএনজি চালিত অটোরিঙ্াটি রমনা মডেল থানার মামলা নং-১০, তাং ০৪/০২/২০১৪ইং ধারা ৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড এর চোরাই উদ্ধারকৃত আলামত৷

মিডিয়া এন্ড পাবালিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷