DSC_2563 - Ruddy shelduck

সুনামগঞ্জ নিউজ: জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ জলাভূমি জলচর পরিযায়ী পাখির সবচেয়ে বড় বিচরণক্ষেত্র সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি নিধনের মহোত্‍সব চলছে৷ হাওর দেখভালের দায়িত্বে থাকা নিবাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের আহমদ জানান, পাখি শিকার করে এমন একটি চক্রের বিষয়ে জানতে পেরেছি৷ তথ্য প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

ম্যাজিষ্ট্রেট এর নৌকার মাঝি উজ্জল মিয়া তালুকদার জানান, হাওরপাড়ের মন্দিয়াতা গ্রামের মত্‍স্যজীবি কার্ডধারি সাত্তার মিয়া, আল ইসলাম ও জালাল মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র প্রতিদিন রাতে ফাঁদ পেতে এরালি্লয়াকোনা বিলে পাখি শিকার করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা৷ তিনি আরও জানান, বুধবার রাতে আমরা পাচঁটি পাখি ও ফাঁদ (পাখি শিকারি যন্ত্র) তাদের কাছ থেকে উদ্ধার করি৷ বিষয়টি নিবাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের আহমদ স্যারকে জানিয়েছি৷

এ বিষয়ে জানতে চাইলে মন্দিয়াতা গ্রামের আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংগঠন (আইইউসিএন) এর মত্‍স্যজীবি কার্ডধারি সাত্তার মিয়া বলেন, আমাদের গ্রামে পাখি শিকারি আছে সত্য৷ তবে আমি এর সাথে জড়িত নই৷ তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সোলেমান বলেন, হাওরে যারা কমিউনিটি গার্ডের দায়িত্ব নিয়োজিত সদস্যদের যোগসাজসে অবাধে পাখি নিধন হচ্ছে এরকম খবর প্রতিদিন আসছে৷ আমরা দ্রুত তদন্ত স্বাপেক্ষে আইনগত পদক্ষেপ নেব৷

উল্লেখ্য হাওর রক্ষণাবেক্ষণের কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংগঠন (আইইউসিএন)৷ হাওর এলাকায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ চারটি ক্যাম্পে ৪০ জন আনসার ও ১০ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক হাওরে নজরদারিতে রয়েছেন হাওরের জীববৈচিত্র্য রক্ষায়৷