index_24456গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাচনে একক প্রার্থী দিতে পারেনি আওয়ামীলীগ। শনিবার সকাল ১১ ঘটিকায় তৃণমূল নেতা কর্মীদের নিয়ে স্থানীয় আওয়ামী লীগেরএক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে কোটালীপাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন সাংবাদিকদের এক ব্রিফিং-এ জানান- এ উপজেলায় অন্যকোন দলের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়,উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সকলই দলের নেতা, কর্মী ও সমর্থক। সে কারণে উপজেলা আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- কোন প্রকার দলীয় মনোনয়ন না দেওয়ার। নেত্রীবৃন্দ এ সিদ্ধান্ত দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অবগত করবেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস,এম হুমায়ুন কবির জানান- নির্বাচনে দলীয় নেতা কর্মীদের মধ্যে সহিংসতার আশংকা নেই। উল্লেখ্য এ উপজেলায় ৮জন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৪জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।