10438_ffরাজনৈতিক সংবর্ধনায় প্রকাশ্যে ক্যাশ টাকা চাইলেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের দেয়া ক্রেস্ট গ্রহনে অনীহা প্রকাশ করে সদ্য নির্বাচিত হুইপ প্রকাশ্যে মাইকেই ঘোষণা দেন উপঢৌকন হিসেবে নগদ (ক্যাশ) অর্থ গ্রহনের। এজন্য পরবর্তী দিন দলীয় কার্যালয়ে তিনি অবস্থানের কথাও জানান। শুক্রবার অনুষ্ঠিত পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকমীরা অংশ নেন। ওই অনুষ্ঠানটি স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শুক্রবার ওই সংবর্ধনা অনুষ্ঠানের পর গতকাল হুইপ ফিরোজের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে জেলার সর্বত্র। এটি ক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে, আসম ফিরোজ  বলেন, আমার বক্তব্য ছিল গল্পচ্ছলে। আমি বলেছি, ফুল কিনে টাকা নষ্ট না করে দলের জন্য খরচ করেন।