inu2তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদী, সশস্ত্র গুণ্ডাদের সাথে যদি ঐক্যবদ্ধ হন তবে খালেদা জিয়াকে নাশকতার অভিযোগে কারাগারে পাঠানো হবে। গণতন্ত্রের ক্লাবে যা ইচ্ছা তাই করা যায় না। গণতন্ত্রের ক্লাবে যদি থাকতে চান তবে জঙ্গিবাদ ও জামায়াত ছাড়তে হবে।তিনি শনিবার দুপুরে টাঙ্গাইলের কঠিয়া বাইপাস এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জঙ্গিবাদ সবচেয়ে বড় হুমকি। ৫ই জানুয়ারি যদি এদেশে গণতন্ত্রের নির্বাচন না হতো, খালেদা জিয়ার নির্বাচন বানচালের ষড়যন্ত্র যদি সফল হতো তবে এ দেশটা জামায়াত ইসলামের সশস্ত্র গুণ্ডারা দখল করে নিতো। নির্বাচন না হলে খালেদা জিয়াও ক্ষমতায় থাকতেন না, জামায়াত জঙ্গিরা ক্ষমতা দখল করতো। সামনে এগুতে হলে তেঁতুল হুজুরকে ও জঙ্গিবাদী জামায়াত শিবিরকে গলাধাক্কা দিয়ে ফেলে দিতে হবে।জেলা সমাজতান্ত্রিক দল জাসাদের সভাপতি হাসান মাহমুদ চান্দুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ সদর আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন খান সহ জেলা ও উপজেলা পর্যায়ের জাসদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এসময় জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।