10437_fnফেনীর একটি স্বর্ণের দোকানে ২৫-৩০টি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। মুখোশ পরা ১৫-২০ জন লোক দোকানের শো-রুমে সংরক্ষিত ৮শ’ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রেসক্লাবের পাশে খাজা আহম্মদ সড়কের আবেদীন জুয়েলার্সে এ ঘটনা ঘটে। বোমার আওয়াজে শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজন দিগি¦দিক দৌড়াতে থাকে। পুরো শহরে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। তার আগেই দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। জুয়েলার্স দোকানের বাইরে রাস্তায় ও বিভিন্ন দেওয়ালে বোমার বিস্ফোরণ ঘটায় দোকানের কেউ হতাহত হয়নি। তবে বোমা আঘাতে ১৫ জন পথচারী আহত হয়েছেন। জয়নাল আবেদীন জানান, ডাকাতরা দোকানের ৪ কোটি টাকা মূল্যের কমপক্ষে ৮ শতাধিক ভরি স্বর্ন লংকার লুট করে নিয়ে গেছে। প্রকাশ্যে এ ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ফেনী অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবিস্ফোরিত ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।