চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীতে সাতকানিয়া অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান থেকে শনিবার বেলা ১১টায় শতাধিক গাড়ির এই লংমার্চ যাত্রা শুরু করে। সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের ব্যানারে সাতকানিয়ায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে এই লংমার্চে শরিক হয়েছে আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। চট্টগ্রাম থেকে সাতকানিয়া পর্যন্ত এই লংমার্চে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে দলের নেতাকর্মীরা শরিক হচ্ছেন। সাতকানিয়ায় সমাবেশের মাধ্যমে দিনব্যাপী লংমার্চ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ২০ জানুয়ারি লালদীঘি ময়দানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করে সম্প্রীতি পরিষদ। সেই সমাবেশ থেকে প্রথমে ৩০ জানুয়ারি এবং পরে ৮ ফেব্রুয়ারি এই লংমার্চে ডাক দেয়া হয়।