মাহবুব-উল-আলম-হানিফ-223x300আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘আওয়ামীলীগ কোন বিদেশী চাপের কাছে নতি স্বীকার করেনা। তাই কোন বিদেশী চাপকে গুরুত্ব দেয়না। আওয়ামীলীগ একমাত্র জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা ও চাপকে গুরুত্ব দিয়ে থাকে। জনগণের আকাঙ্ক্ষার বাইরে অন্য কারো আকাঙ্ক্ষা নিয়ে ভাববার সুযোগ আমাদের নেই’। তিনি আরও বলেন, ‘যেসব বিদেশী সংস্থা জরিপ করে সরকারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছেন, তারাই এখন জরিপ করে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির পক্ষে শতকরা ৮৫ ভাগ মানুষের সমর্থনের কথা বলছেন। কাজেই সরকারের এখনই মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবার কোন প্রয়োজন নেই’। তিনি দৃঢ়তার সাথে বলেন-বর্তমান সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কাজেই মেয়াদ পূর্তির পর নতুন নির্বাচন হবে। মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই। তিনি শনিবার কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের এক কর্মীসভায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। কুড়িগ্রাম সাধারণ পাঠাগার চত্বরে জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু  মন্ডলের সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব:) ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সংসদ সদস্য দেওয়ান শফিউল আরেফিন টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাফর আলী প্রমুখ। মাহবুবউল আলম হানিফ বিএনপির সাথে সহসা সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, সরকারের বৈধতার প্রশ্নে আগে বিএনপিকে সিদ্ধান্ত নিতে। এই সরকারকে বৈধ মেনে নিয়ে তাদের কোন প্রস্তাবনা থাকলে আলোচনা হতে পারে। অন্যথায় নয়। তারা সরকারকে অবৈধ বললেও আসন্ন উপজেলা নির্বাচনে কোমর বেধে মাঠে নেমেছে।  তিনি আরো বলেন. ‘উপজেলা নির্বাচনে একজন প্রার্থীকে সমর্থনের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এরপরেও যেসব প্রার্থী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে সর্বোচ্চ  শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে’। জামায়াতকে নিষিদ্ধের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত ইতোমধ্যে সন্ত্রাসী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আদালতের মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি হলে সারাদেশের জনগণ জামায়াতকে নিষিদ্ধের যে দাবী করছে তা বাস্তবায়িত হবে’। উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় নেতারা কর্মীসভায় অংশ নিতে কুড়িগ্রামে আসেন।কেন্দ্রীয় নেতারা বলেন উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয়। তবুও দলের সিদ্ধান্তের বাইরে কোন নেতা  নির্বাচনে গেলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।কর্মী সম্মেলন শেষে বিকাল ৩টায় উলিপুর শহীদ মিনার চত্বরে এক জনসভায় অতিথিরা বক্তব্য রাখেন। উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী এ জনসভায় সভাপতিত্ব করেন। এখানে সরকারের গত ৫ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে বিএনপিকে সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করে গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করার আহ্বান জানান।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘আওয়ামীলীগ কোন বিদেশী চাপের কাছে নতি স্বীকার করেনা। তাই কোন বিদেশী চাপকে গুরুত্ব দেয়না। আওয়ামীলীগ একমাত্র জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা ও চাপকে গুরুত্ব দিয়ে থাকে। জনগণের আকাঙ্ক্ষার বাইরে অন্য কারো আকাঙ্ক্ষা নিয়ে ভাববার সুযোগ আমাদের নেই’। তিনি আরও বলেন, ‘যেসব বিদেশী সংস্থা জরিপ করে সরকারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছেন, তারাই এখন জরিপ করে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির পক্ষে শতকরা ৮৫ ভাগ মানুষের সমর্থনের কথা বলছেন। কাজেই সরকারের এখনই মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবার কোন প্রয়োজন নেই’। তিনি দৃঢ়তার সাথে বলেন-বর্তমান সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কাজেই মেয়াদ পূর্তির পর নতুন নির্বাচন হবে। মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই। তিনি শনিবার কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের এক কর্মীসভায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। কুড়িগ্রাম সাধারণ পাঠাগার চত্বরে জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু  মন্ডলের সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব:) ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সংসদ সদস্য দেওয়ান শফিউল আরেফিন টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাফর আলী প্রমুখ। মাহবুবউল আলম হানিফ বিএনপির সাথে সহসা সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, সরকারের বৈধতার প্রশ্নে আগে বিএনপিকে সিদ্ধান্ত নিতে। এই সরকারকে বৈধ মেনে নিয়ে তাদের কোন প্রস্তাবনা থাকলে আলোচনা হতে পারে। অন্যথায় নয়। তারা সরকারকে অবৈধ বললেও আসন্ন উপজেলা নির্বাচনে কোমর বেধে মাঠে নেমেছে।  তিনি আরো বলেন. ‘উপজেলা নির্বাচনে একজন প্রার্থীকে সমর্থনের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এরপরেও যেসব প্রার্থী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে সর্বোচ্চ  শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে’। জামায়াতকে নিষিদ্ধের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত ইতোমধ্যে সন্ত্রাসী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আদালতের মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি হলে সারাদেশের জনগণ জামায়াতকে নিষিদ্ধের যে দাবী করছে তা বাস্তবায়িত হবে’। উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় নেতারা কর্মীসভায় অংশ নিতে কুড়িগ্রামে আসেন।কেন্দ্রীয় নেতারা বলেন উপজেলা পরিষদ নির্বাচন নির্দলীয়। তবুও দলের সিদ্ধান্তের বাইরে কোন নেতা  নির্বাচনে গেলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।কর্মী সম্মেলন শেষে বিকাল ৩টায় উলিপুর শহীদ মিনার চত্বরে এক জনসভায় অতিথিরা বক্তব্য রাখেন। উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী এ জনসভায় সভাপতিত্ব করেন। এখানে সরকারের গত ৫ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে বিএনপিকে সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করে গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করার আহ্বান জানান। – See more at: http://www.dailyinqilab.com/2014/02/08/159192.php#sthash.MfY8TmQm.dpuf