art-shark-620x349_38337_0দক্ষিণ অস্ট্রেলিয়ায় উপকূলীয় অঞ্চলে শনিবার হাঙ্গরের আক্রমণে এক যুবক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, ২৮ বছরের ওই যুবক ইয়র্ক পেনিনসুলার কাছে গোল্ড স্মিথ সমুদ্র সৈকতে মাছ ধরার সময় নিখোঁজ হন।
বাসস জানায়, হেলিকপ্টার ও নৌকা দিয়ে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বহুল পরিচিত গোল্ড স্মিথ সমুদ্র সৈকতে দুপুরের দিকে একদল লোকের সঙ্গে মাছ ধরতে এলে লোকটিকে হাঙ্গর আক্রমণ করে।
স্থানীয়রা জানায়, গত সপ্তাহে ওই এলাকায় একটি বড় আকারের সাদা হাঙ্গরের সন্ধান পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিকে জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই কম।
পুলিশের এক মুখপাত্র জানায়, “তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় হাঙ্গরের আক্রমণে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।”
পশ্চিম অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণ প্রতিরোধে হাঙ্গর নিধনের বিতর্কিত নীতিমালার প্রতিবাদে দেশব্যাপী কয়েক হাজার মানুষ সমাবেশ করার এক সপ্তাহ পর এ ঘটনাটি ঘটলো।