show-001_42722প্রেমিককে সারপ্রাইজ দিতেই নাকি তিনি বদলে ফেলেছেন ঠোঁট। তবে এতে তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছে। আর এই নতুন লুক নিয়ে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা হাজির হলেন ‘কফি উইথ করণ’ চ্যাট শো-এ। অবশ্য প্লাস্টিক সার্জারির কথা কিছুতেই স্বীকার করেননি তিনি।

ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেম ও লিভ-ইনের খবর তো ইতোমধ্যেই সবারই জানা হয়ে গেছে। সামনেই ভ্যালেণ্টাইনস ডে। এই বিশেষ দিনটি বিরাটের সঙ্গে একান্তে কাটাতে নিউজিল্যান্ড উড়ে যেতে চান আনুশকা। এ উপলক্ষে স্পেশাল সারপ্রাইজ হিসেবেই নাকি ঠোঁটের সার্জারি করালেন।

প্রথম ছবি ‘রব নে বনা দি জোড়ি’ থেকেই সকলের নজরে আসেন আনুশকা। তখন থেকে ভালো অভিনয়ের পাশাপাশি তার প্রাণবন্ত হাসির সঙ্গে বেমানান চওড়া ঠোঁটও আলোচিত হয়। যাক, সেই ঠোঁটকেই কেটে স্লিম করে দিলেন আনুশকা। যদিও তা কেবলই বিরাট ভালোবাসার জন্য!