john-abraham-10_42734‘ভিকি ডোনার’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘১৯১১’-এর পর ফের প্রযোজকের দায়িত্ব নিতে চলেছেন জন আব্রাহাম। তবে এবার শুধু প্রযোজক নয়, মাদ্রাজ ক্যাফে ও ১৯১১-এর মতো প্রযোজনা ও অভিনয় দুইটারই দায়িত্ব নিতে চলেছেন জন। ছবির নাম ‘দ্য গ্রেট গামা’।

পরিচালক পরমিত শেট্টি পরমিত জানান, গামা পালোয়ান ভারতের প্রথম পালোয়ান যিনি কুস্তি লড়াইয়ে জিতে নিয়েছিলেন আর্ন্তজাতিক পুরস্কার। গামার জীবনের গল্প একেবারেই সিনেমার চিত্রনাট্যের মতো। বহুদিন ধরেই পরিকল্পনা করেছিলাম এটা নিয়ে ছবি করব। জনকে গল্পটা শোনাতেই তিনি নিজেই রাজি হয়ে গেলেন ছবিটি প্রযোজনা ও অভিনয় করার জন্য।

ছবিটির শ্যুটিং হবে পাঞ্জাবের বিভিন্ন জায়গায়। চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে ‘দ্য গ্রেট গামা’র শ্যুটিং৷ আপাতত চলছে অন্যান্য অভিনয় শিল্পীর বাছাই পর্ব।