miley-cyrus_42751গ্র্যামি অ্যাওর্য়াডের অনুষ্ঠান থেকে শুরু করে নিজের অনুষ্ঠানের মঞ্চ সবকিছুতেই নানা অঙ্গ-ভঙ্গি, পোশাক-আশাক পরে দর্শকদের তাক লাগিয়ে দেন পপতারকা মাইলি সাইরাস। আর এবার মঞ্চ থেকে সোজা চলে আসলেন জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এর কভার পেজে।

সম্প্রতি ‘ভোগ’-এর নতুন সংস্করণের থিম রাখা হয়েছিল পপ সেনসেশন। তবে শুধু সেনসেশন থাকলেই হবে না, এমন কোনও পপ তারকা, যিনি হবেন একেবারে হটকে। প্রথমে খবরে ছিল কভারে জায়গা পেতে পারেন লেডি গাগা। কিন্তু ‘ভোগ’ পত্রিকার এক সার্ভেতে উঠে এসেছে লেডি গাগার জনপ্রিয়তাকে হারিয়ে মাইলি সাইরাসের টিআরপি তুঙ্গে। সেই কারণেই ‘ভোগ’ নতুন কভার গার্ল হলেন মাইলি।