image_42718সৌদি আরবের মদিনায় একটি হোটেলে আগুন লেগে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। গতকাল শনিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মদিনার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হোটেলে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিভিন্ন দেশের সাতশ’র বেশি মানুষ হোটেলটিতে অবস্থান করছিল। মিশরের একটি টেলিভিশনের খবরে বলা হয়, নিহত ১৫ জনই মিশরের নাগরিক। হতাহতরা সবাই ওমরা পালনের জন্য সেখানে অবস্থান করছিলেন।