448d10e6c34594fbfdda5bfb63d0_42712অস্কারজয়ী অভিনেতা ফিলিপ সেইমরের অকাল মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে অতিরিক্ত মাদক সেবনই শেষ করে দিয়েছে এই হলিউড তারকার জীবন। ঠিক এ সময়ই অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ঘোষণা করলেন, তিনি কখনোই মাদক গ্রহণ করেননি।

জানা যায়, ৩৯ বছর বয়সী এ অভিনেতা ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এ জর্ডান বেলফোর্ট নামক একজন মাদকাসক্ত সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেন। এতে বেলফোর্ট কঠোর জীবনাচারে অভ্যস্ত হয়ে সারাক্ষণ মদ্যপানে ডুবে থাকতেন। কিন্তু ক্যাপ্রিওর দাবি, ‌এ চরিত্রে অভিনয়ের সময়ও তিনি কোনো ধরনের মাদক গ্রহণ করেননি।