index_13594জাতীয় পার্টির  একাংশের  চেয়ারম্যান  ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ দাবি করেছেন, এরশাদের বিশ্বাসঘাতকতায় ব্রিগেডিয়ার কাজী মাহমুদ হাসান এত বেশি কষ্ট  পেয়েছিলেন যে একজন সুস্থ্য  মানুষ অসুস্থ হয়ে আকস্মিকভাবে মৃত্যুমুখে পতিত হন। শনিবার সন্ধায় জাতীয়  পার্টির  গুলশানের কার্যালয়ে কাজী মাহমুদ হাসানের মৃত্যুতে আয়োজিত আলোচনা সভা ও  দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কাজী জাফর আহমদ বলেন, দেশের ক্রান্তিকালে কাজী মাহমুদ হাসানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক নেতার প্রয়োজন ছিল। তার এই অকাল মৃত্যু দেশের ভীরু রাজনীতির বিপরীতে একজন জাতীয়তাবাদী নেতাকে হারিয়েছে । তিনি বলেন, ১৯৯০ সালে এরশাদের জীবন রক্ষায় তিনি বিরাট অবদান রেখেছিলেন। অথচ সর্বশেষ  দেশবাসী ও জাতীয়  পার্টিও সঙ্গে এরশাদের ডিগবাজীর প্রতিবাদে বিশেষ কাউন্সিলে আমাদের নতুন অভিযাত্রার তিনি অনন্য অবদান রেখেছিলেন। সভায় আরো বক্তব্য রাখেন  প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, খালেকুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র নাসের উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ড. মো. নুরুল আজহার (শামীম), যুগ্ম মহাসচিব খন্দকার নাজিম উদ্দিন প্রমুখ