Rape-logoমনিপুরের এক নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে দিল্লিতে৷ আর এর জেরেই শনিবার দিনভর বিক্ষোভে উত্তাল হল বস¯ত্ম বাহার এলাকা৷ ১৪ বছরের ওই কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বস¯ত্ম বাহার থানার সামনে বিক্ষোভ দেখান উত্তর-পূর্বের ছাত্র-ছাত্রীরা৷ এক সময় পুলিশের সঙ্গে প্রবল ধ¯ত্মাধ¯িত্মও শুরু হয় তাঁদের৷ শেষ পর্যšত্ম চাপে পড়ে অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ৷
দিল্লির মুনিরকা অঞ্চলে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন এই কিশোরী৷ অভিযোগ, শুক্রবার রাতে সাড়ে দশটা নাগাদ তাঁকে একা পেয়ে ধর্ষণ করে বাড়িওয়ালা৷ সঙ্গে ছিল তার এক শাগরেদও৷ শনিবার সকালে বস¯ত্ম বাহার থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরী৷ তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়৷ পুলিশ জানিয়েছে, কিশোরীর দেহের আঘাত গুরুতর নয়৷ তবে পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলছে কি না, তা জানাতে চাননি পুলিশ কর্তারা৷
ঘটনা প্রকাশ্যে আসতেই বসšত্ম বাহার থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তর-পূর্বের ছাত্র-ছাত্রীরা৷ দুপুরের দিকে পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করতেই তুমুল ধ¯ত্মাধ¯িত্মও শুরু হয়৷ শেষ পর্যšত্ম থানার বাইরেই লাগাতার বিক্ষোভ অবস্থান শুরু করেন ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা৷ দিল্লি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা৷
এক ছাত্রী বলেছেন, “দিল্লিতে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে৷ পশুরাও এমন কাজ করে না৷ বিষয়টি অত্যšত্ম লজ্জার৷”
সন্ধ্যা পর্যšত্ম বিক্ষোভ চালিয়ে যান তাঁরা৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়৷
ঘটনার নিন্দা করেছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিং৷ তিনি বলেন, “বিষয়টি অত্যšত্ম লজ্জার৷ দিল্লিতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে৷ এটা অত্যšত্ম উদ্বেগজনক৷ মূল অভিযুক্ত গ্রেফতার বলেও তাঁর শাকরেদকে এখনও ধরতে পারেনি পুলিশ৷ আমরা চেষ্টা করব যাতে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়৷”
শুধু নিদো টানিয়ার গণপ্রহারে মৃত্যুই নয়, দিন কয়েক আগেই মণিপুরের দুই তরুণী অভিযোগ করেন, একদল লোক তাঁদের নিগ্রহ ও শ্লীলতাহানি করেছে৷ নিদোর মৃত্যু ও ওই দুই তরুণীর মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন রাজনৈতিক নেতারাও৷ এর মধ্যেই ধর্ষণের ঘটনায় যথেষ্টই বিব্রত প্রশাসন৷ টাইমস্ অব ইন্ডিয়া