05-arvind-kejriwal-delhi-cm-602কখনো তিনি নিজেকে বলেছেন রাজনৈতিক বিপ্লবী তো কখনো নৈরাজবাদী৷ এবার বললেন, তিনি কখনো ভাবেননি রাজনীতির মঞ্চে পা দেয়ার কথা৷‘তিনি’ হলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

রোববার কেজরিওয়াল বলেন, “আমি কখনও ভাবিনি রাজনীতিতে আসব৷ কোনও দলের হয়ে নির্বাচনে দাঁড়াব৷”

গতমাসে, পুলিশকর্মী বরখাস্তের দাবিতে ধরনায় বসে নিজেকে নৈরাজ্যবাদী অ্যাখ্যা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷দৃঢ়তার সঙ্গে এদিনও নিজেকে রাজনৈতিক বিপ্লবী বলে মেনে নিলেন তিনি৷

তবে, অনেক সমালোচকই কেজরিওয়ালকে স্বৈরাচারী-একনায়ক হলে কটাক্ষ করেছেন৷ সেবিষয়ে কি বলছেন তিনি? তার মতে, যদি, “আমরা সত্যিই স্বৈরাচারী হতাম, তবে আমাদের পাশে মানুষ দাঁড়াত না৷” নিজের দলের নেতাদের সমর্থন করে তিনি বলেন, “আপনারা মনে করেন যে যোগেন্দ্র যাদব কিংবা প্রশান্ত ভূষণের মতো মানুষেরা একনায়ক হতে পারেন?”