Priyanka-Chopra.jpg-2009-02-11-রণবীর সিং আর অর্জুন কাপুরকে সঙ্গে নিয়ে বলিউড বক্স অফিসে এবার ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া। আসছে ভালবাসা দিবসে মুক্তি পাবে আলী আব্বাস জাফর  পরিচালিত ১৯৭০ সালের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটি। এটির  প্রচারণায় দারুণ  ব্যস্ত সময় কাটাচ্ছেন তিন তারকা প্রিয়াঙ্কা, রণবীর আর অর্জুন। ছবিটি নিয়ে গতকাল  টুইটারে ঝড়ের আভাস দিলেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, ভারতের সব সিনেমাপ্রেমীকে বলছি- প্রস্তুত হও নিজ নিজ শহরকে ঝড়ের হাত থেকে বাঁচাতে….। আসছে ‘গুণ্ডে’। ছবিটিতে দর্শকদের রীতিমত চমক দিতে  প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে একজন ক্যাবারে ডান্সারের ভূমিকায়। সব দিক থেকেই চলছে গুণ্ডে’র প্রচার। বিশেষ করে এই তিন তারকাকে দিয়ে প্রচারণা ছবির ভাল কাটতির প্রত্যাশাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে।