missile-geffftty
কোরিয়ায় চতুর্থ দফায় পরমাণু পরীক্ষা

উত্তর কোরিয়া চতুর্থ দফায় পরমাণু পরীক্ষা করতে চলেছে এবং এর জন্য তাদের প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গেছে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম-কোয়ান জিনরাজধানী সিউলে এ কথা জানান।

কিম কোয়েনের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় পুনগে-রি এলাকায় এই পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে উত্তর কোরিয়া। এর আগেও এখানেই সর্বশেষ পরমাণু পরীক্ষাটিও চালানো হয়েছিল।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী যদিও তার দেশের জাতীয় সাংসদকে আশ্বস্ত করে বলেছেন, শিগগিরই পিয়িংইয়ং শহরে এই পরীক্ষাটি চালানো হবে। তবে কিম কোয়ান জিন জানান, সবই নির্ভর করছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।