pakistani-smugg4606_43061
নগ্ন করে নির্যাতনের দায়ে ক্ষতিপূরণ দিল বিএসএফ

বাংলাদেশি নাগরিককে নগ্ন করে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিয়েছে। আজ রাজশাহীর খানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে টাকা হস্তান্তর করে এবং ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। দুই বছর আগে নির্যাতনের শিকার ওই বাংলাদেশির নাম হাবিবুর রহমান ওরফে হাবু (২২)। তাঁর বাবার নাম সাইদুর রহমান। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরসিয়া গ্রামে।

উল্লেখ্য, ২০১১ সালের ৯ ডিসেম্বর রাজশাহীর খানপুর বিওপি এলাকা দিয়ে ভারতীয় সীমানার ভেতরে প্রবেশ করলে ১০৫ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন চরমুর্শি বিএসএফ ক্যাম্পের টহল দল হাবিবুর রহমানকে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে পেটায়। পরের দিন তাঁকে নগ্ন করে হাত-পা বেঁধে লাঠি ও বাঁশ দিয়ে আবার নির্মমভাবে পেটায়। ওই দিন দুপুরে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় সীমান্তের শূন্য রেখার কাছে ফেলে রাখা হয়। বাংলাদেশের স্থানীয় জনগণ তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিষয়টি না জানানোর কারণে এ বিষয়ে বিজিবি কিছু জানতে পারেনি। বিএসএফের এক জওয়ান মুঠোফোনে নগ্ন অবস্থায় নির্যাতনের ছবি ধারণ করেছিল। ২০১২ সালের ১৮ জানুয়ারি ভারতীয় বিভিন্ন চ্যানেলে তা প্রচারিত হয়। এর পর বিষয়টি বিজিবির নজরে আসে। তারা ঘটনার প্রতিবাদ জানায়। বিএসএফ ঘটনার দায় স্বীকার করে দোষী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। ওই বছর ১৯ জানুয়ারি তা দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় আদালত বিষয়টি নিজ থেকে বিবেচনায় নিলে জাতীয় মানবাধিকার কাউন্সিল নির্যাতিত হাবিবুর রহমানকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার ভারতীয় মুদ্রা দেওয়ার সুপারিশ করে।