Flooding in Wraysbury
বুরুন্ডিতে বন্যায় ৬০ জনের প্রাণহানি

পূর্ব আফ্রিকার স্থলবেষ্টিত রাষ্ট্র বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় মুষলধার বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছেন। বন্যায় ৮১ জন আহত হয়েছেন এবং ৪ শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই শিশু। রাজধানীর কাছাকাছি তিনটি প্রদেশ সিবিটোক, বুবানজা ও বুজুম্বুরা রুরালও বন্যায় আক্রান্ত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে। বুরুন্ডি রেড ক্রসের মুখপাত্র অ্যালেক্সিস মানিরাকিজা এ তথ্য দিয়েছেন। রাজধানী বুজুম্বুরায় সারারাত মুষলধারে বৃষ্টি এ প্রাকৃতিক দুর্যোগের কারণ বলে জানিয়েছেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গ্যাব্রিয়েল নিজিগামা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাজধানীর মেয়র সাইদি জুমা বলেছেন, বুজুম্বুরার ইতিহাসে আমরা কখনও এত ব্যাপক আকারের ক্ষয়ক্ষতি দেখিনি। কিনামাসহ আরও বেশ কয়েকটি জেলায় পানি কাঁধ সমান উচ্চতায় পৌঁছেছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছেন। স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ থমকে গেছে।