Flag_of_the_Bangladesh_Army.svgটাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও তিন বিজিবি সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৪ জন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে বুধবার বেলা ১২টার দিকে একটি মর্টার শেল বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি।

ঘাটাইল থানার ওসি ফজলুল কবীরের দেয়া তথ্য অনুযায়ী, নিহত সেনা সদস্য দুজন হলেন পারভেজ ও মঞ্জু। আর বিজিবি সদস্যরা হরেন- আবু সুফিয়ান, একরামুল ও মোহাম্মদ আলী।

“জয়পুরহাট থেকে বিজিবি সদস্যরা প্রশিক্ষণ নিতে এখানে আসেন। তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার দুই সেনা সদস্য।”

তাদের বিস্তারিত পরিচয় জানতে পারেননি ওসি।

তিনি বলেন, আহত ১৪ জনকে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।