10932_Chelsea
পয়েন্ট হারাল চেলসি

পয়েন্ট হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ দল চেলসি। মঙ্গলবার ব্লুসরা ১-১ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে। লীগের ১৭ নম্বর দলের সঙ্গে ড্রয়ের ফলে ১ নম্বর স্থান দুর্বল হল হোসে মরিনহোর শিষ্যদের। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে চেলসি। তাদের চেয়ে এক ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বরে রয়েছে ম্যানসিটি। ওয়েস্ট ব্রমের মাঠে অনুষ্ঠিত ম্যাচে চেলসিকে প্রথমার্ধের শেষ মিনিটে গোল উপহার দেন ব্রানিস্লাভ ইভানোভিচ। ডেভিড লুইজের কর্নার থেকে চমৎকার গোল তিনি। তবে ৮৭ মিনিটে ওয়েস্ট ব্রমকে ১-১ গোলে সমতায় ফেরান ভিক্টর অ্যানিচেবে।