Traffic-Accident-Logo-Crash2
আমতলীতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বরগুনার আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় আজ এগারোটার দিকে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এরা হলেন জালাল (৩৫) এবং সিদ্দিক (৩২)। আহত হয়েছেন মোটরসাইকেল চালক হাসান (২২)। ট্রাফিক চেকপোস্টে মোটরসাইকেল থামানোর জন্য পুলিশের সংকেত পেয়ে চালক হাসান মোটর সাইকেলটি থামালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। তাদের সকলের বাড়ি উপজেলার বাদুরগাছ গ্রামে।
পুলিশ জানিয়েছে, বরগুনা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিএসআই দ্বীন বন্ধু ও হাবিলদার জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলটিকে থামার জন্য সংকেত দিলে চালক হাসান সড়কের পাশে দাঁড়ান। এ সময়ে পেছন থেকে কলাপাড়া-পটুয়াখালীগামী অরজ-অরবিদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই আরোহি সিদ্দিক ফকির মারা যান। জালালকে আমতলী হাসপাতালে চিকিৎসার পরে পরবর্তীতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান। মোটরসাইকেল চালক হাসান আহত অবস্থায় পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও বাসের চালক পালিয়ে গেছেন।