10933_usuf
একেএম ইউসুফের মামলা সমাপ্ত

জামায়াতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম ইউসুফের মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা সমাপ্ত ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বুধবার এই আদেশ দেন। একাত্তরে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ১৩টি অভিযোগে গত বছর ১লা অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার কাজও অনেকটা এগিয়েছিল। বুধবার থেকেই এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা ছিল। গত ৯ই ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। এর আগে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় হঠাদ অসুস্থ হলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। স্বাধীনতার পরে দালাল আইনে যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি হয়েছিল তার বিরুদ্ধে। পরে তিনি সাধারণ ক্ষমা বলে মুক্তি পেয়ে জামায়াতের রাজনীতি চালিয়ে যান।