1392200363.নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকসহ  নিখোঁজ পাঁচ নেতাকর্মীর সন্ধান দাবীতে বুধবার মানববন্ধন করেছে সিংড়া উপজেলা ও পৌর বিএনপি। বুধবার সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাস স্ট্যান্ড শত শত নেতাকর্মী ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি ও শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু, সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল ও শাহাদৎ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করতেই উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক ভাবে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। অবিলম্বে বিএনপি নেতা ইব্রাহিম খলিল ফটিক ও ইউনিয়ন যুবদল সভাপতি রিপনসহ নিখোঁজ পাঁচ নেতাকর্মীর সন্ধান না পেলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন। প্রসঙ্গত গত ১০ ফেব্রুয়ারি সোমবার সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকসহ পাঁচ অভিযুক্ত হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকের কিছু লোক হাইকোর্ট ভবনের ফটক থেকে তাদের নিয়ে যায়। এর আগেও অপর দুই অভিযুক্তকে ঢাকা ও মানিকগঞ্জ থেকে আটক করলেও তাঁদের কোন সন্ধান পাওয়া যায়নি। গত ১৮ জানুয়ারি কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু উপজেলার পার সাঐল এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত হন। পরের দিন ১৯ জানুয়ারি নিহতে ভাই মইনুল হক চুনু বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফটিকসহ ১২জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।