untitled-2 copy_44107ঢাকা, ১২ ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে। নির্বাচনের মাধ্যমে এ অস্থিরতা কিছুটা কমেছে।
বুধবার দুপুরে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এন্ড গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী-২০১৪ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির অগ্রগতিতে রাজনৈতিক বিভাজন প্রধান অন্তরায়। বিভাজনের কারণে দেশের অর্থনীতি কাঙ্খিতভাবে এগুতে পারছে না। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন থাকা সত্ত্বেও গত ৫ বছরে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ হয়েছে। এর চেয়ে আরো ভালো অবস্থানে যেত যদি রাজনৈতিক অস্থিরতা না থাকতো।
ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য কাজের নিরাপদ পরিবেশ এবং পণ্যের মান উন্নয়নে নজর দেওয়া উচিৎ।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে। নির্বাচনের মাধ্যমে এ অস্থিরতা কিছুটা কমেছে। অর্থনীতির টেকসই উন্নয়নে পণ্যের গুণগত মানের উপর জোর দেওয়ার তাগিদও দিলেন অথমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট জাহাঙ্গির আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আযম, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, বিটিএমএ’র সহসভাপতি মান্নান মিয়া, ইওয়ার্কাস ট্রেড এন্ড মার্কেটিং সার্ভিসেস-এর সিইও টাইগার লেন প্রমূখ।