image_108385চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ফিল্ডিং করছে। লঙ্কান ব্যাটম্যানদের শুরুটা মোটেই ভাল ছিল না। কারণ বাংলাদেশি নড়াইল এক্সপ্রেস মাশরাফির প্রথম স্পেলে বোল্ড আউট হন ওপেনিংয়ে নামা দিলশান। এরপরে অলরাউন্ডার সাকিব আল হাসানের  বলে ক্যাচ আউট হন ওপেনার চান্দিমাল দিলশান ও সাঙ্গাকারাও। এর ঠিক পরের ওভারে আরাফাত সানির বোলে আউট হন প্রাসান্না। ক্রিজে এখন রয়েছেন কুশাল পেরেরা ও ম্যাথিউজ। পেরেরা ৫০ ও ম্যাথিউজ ১ রানে ব্যাট করছেন।

দিবা-রাত্রির এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশি অধিনায়ক। এ ম্যাচে বাংলাদেশের পক্ষে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানির। এ ম্যাচে একাদশ থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাব্বির রহমান ও আল-আমিন হোসেনের।