image_68511বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টারনেটে আউট সোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ করে দিতে ল্যাপটপ কিনতে ঋণ দেবে সরকার। এরইমধ্যে রূপালী ব্যাংক ও পিকেএসএফ ঋণ দিতে সম্মত হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংক ও দাতা সংস্থাকে জড়িত করার উদ্যোগ নেয়া হচ্ছে।
বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আউট সোর্সিংয়ের মাধ্যমে উপাজর্নক্ষম করে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শিক্ষার্থীরা লেখাপড়ার সময় বা লেখাপড়া শেষ করে যাতে ঋণ শোধ করতে পারে এ কার্যক্রমে সে সুবিধাও থাকবে।’ কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রম শুরু করার ইচ্ছার কথাও জানান জুনায়েদ আহমেদ পলক।
পলক বলেন, খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা আসবে।