saka_68498ঢাকা, ১২ ফেব্রুয়ারি: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের সারসংক্ষেপ আগামী দু’সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের (অন রেকর্ড)  আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
গত ২৯ অক্টৈাবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ডকুমেন্টসহ একহাজার ৩২৩ পৃষ্ঠার আপিল আবেদন (আপিল নম্বর ১২২/২০১৩) ফাইল হয়।  আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন। মূল আইনজীবী হিসেবে শুনানি করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন তা বহাল রাখতে রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন করবে।
গত ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন। রায়ে তার বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়। বাকি ১৪টি প্রমাণিত হয়নি।