39289_455309064511372_1505299512_n
সানির ‘এমএমএস’ শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য

সানি লিওন মানেই এখন তার এমএমএসের গল্প। সেই যে শুটিং স্পটে সানির অর্ন্তবাস হারিয়ে গেল তখন থেকেই একের পর এক গল্প জন্ম নিচ্ছে। তারপর একে একে ছবির শুটিং স্টিল প্রকাশ পেতেই তাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷এর মধ্যে প্রকাশ পেল ‘রাগিনি এমএমএস টু’-এর ট্রেলার। মুক্তির দু’দিনের মধ্যেই ইউটিউবে দর্শকের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ট্রেলারে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় দিন দিন বেড়ে চলেছে দর্শক।

এদিকে, ইউটিউব কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী একতা কাপুরের ‘রাগিনি এমএমএস টু’-তেও প্রাপ্ত বয়স্কের ট্যাগ লাগিয়ে দিয়েছে। ফলে শুধু সার্চ করেই আর দেখা সম্ভব হবে না এই ছবির ট্রেলার। নিজের ইমেইল আইডি দিয়েই প্রবেশ করতে হবে এমএমএসের দুনিয়ায়।