ec
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ২৩ মার্চ

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। এদিন সারা দেশের ৯২ উপজেলায় ভোট গ্রহণ হবে। এসব উপজেলায় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি। প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ৬ মার্চ।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় নির্বাচনের জন্য ভোট গ্রহণ হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপে ৮৩টি উপজেলায় ভোট গ্রহণ হবে ১৫ মার্চ।

এদিকে গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, তাঁরা উপজেলা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করছেন না। তবে এই নির্বাচনেও সেনাবাহিনী থাকবে। সিইসি জানান, প্রতিটি নির্বাচনী এলাকায় পাঁচ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। কোথায় কী পরিমাণ মোতায়েন হবে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।