image_108824
পদত্যাগ করবেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালিয়ান প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা বলেছেন, শুক্রবার তিনি পদত্যাগ করবেন। তার দল ডেমোক্রেটিক পার্টি নতুন প্রশাসন দাবি করার পর তিনি এ কথা জানান। বৃহস্পতিবার বিবিসি’র অনলাইনে এ কথা বলা হয়।

এর আগে দলের নেতা মাত্তেও রেনজি দলীয় সভায় সরকার পরিবর্তনের আহ্বান জানান। বলেন, অনিশ্চয়তার মধ্যে দেশ চলতে পারে না।

মি. রেনজি নিজেই প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন এমন গুজব ছড়িয়ে পড়েছে। মি. লেত্তার চেয়ে আট বছরের ছোট রেনজি ডিসেম্বরে পার্টি প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে লেত্তা জানিয়েছেন, ডেমোক্রেটিক পার্টির জাতীয় নেতাদের সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগ করবেন। শুক্রবার প্রেসিডেন্ট প্যালেসে প্রেসিডেন্ট জর্জো নেপোলিটানোর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান তিনি।

বিবিসি’র সংবাদদাতা অ্যালান জনস্টোন রোম থেকে জানিয়েছেন, মি. লেত্তা ও মি. রেনজির মধ্যকার সম্পর্ক ক্রমাগতহারে নাজুক হচ্ছে।

জনস্টোন আরো জানান, ডেমোক্রেটিক পার্টি এখন আশা করছে মি. রেনজি প্রধানমন্ত্রীর পদে বসতে পারবেন এবং একটি নতুন প্রশাসন গঠন করতে পারবেন।