100-priya
মিসেস জন আব্রাহাম

বলিউডে ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ হিসেবেই পরিচিত ছিলেন জন আব্রাহাম। দীর্ঘদিন বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক ছিল। বিপাশার সঙ্গে ব্রেক আপের পরে সেভাবে কারও সঙ্গে নাম জড়ায়নি এই অভিনেতার। ডিসেম্বরের শেষ সপ্তাহে একেবারে হঠাৎ করেই জনের বিয়ের খবর পাওয়া গেল। কনে অনামী প্রিয়া রুচল।

তখন থেকেই নবদম্পতিকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, মিসেস জন আব্রাহামকে নিয়ে। তাঁর ড্রেসিং সেন্স, জনের সঙ্গে তার কম্প্যাটিবিলিটি ঠিক কেমন তা জানতে আগ্রহী সকলেই।

কারণ হাই প্রোফাইল অভিনেতা হলেও লো প্রোফাইলে থাকতেই ভালবাসেন জন। তাই বিয়ের আগে প্রিয়ার সঙ্গে খুব একটা দেখা যায়নি জনকে। ভক্তদের জন্য রইল নবদম্পতির ছবিটি।