11146_sorirachar
আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস

আজ ১৪ই ফেব্রুয়ারি। স্বৈরাচার প্রতিরোধ দিবস। ১৯৮৩ সালের এই দিনে তৎকালীন সময়ে প্রণীত ‘মজিদ খান শিক্ষানীতি’র বিরুদ্ধে রাজপথে নেমে আসে ছাত্রসমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সকল ছাত্র সংগঠনের সম্মিলিত রূপ সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে শুরু হওয়া মিছিলে শামিল হন শত শত শিক্ষার্থী। মিছিলের অগ্রভাগে ছিলেন ছাত্রীরা। হাইকোর্টের গেইট এবং কার্জন হল সংলগ্ন এলাকায় কাঁটাতারের সামনে এসে ছাত্রীরা বসে পড়েন। নেতৃবৃন্দ কাঁটাতারের উপর দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। অতর্কিত পুলিশী হামলার শিকার হয় ছাত্র জনতা। শিক্ষার্থীদের উপর গরম পানি ছিটিনো হয়। গুলিবর্ষণ করে পুলিশ। নিহত হন জাফর, জয়নাল, দিপালীসহ অনেকে। এই আন্দোলনের সূত্র ধরে জোরদার হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন। নব্বইয়ের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ