11167_sust
‘প্যান্ট পড়া প্রেমিকেরা- লুঙ্গি আসছে দৌঁড়ে পালা’

ভালবাসা দিবস। বিশ্বব্যাপি চলে আনন্দ উৎসব। বিশেষ এই দিবসে বাড়তি আনন্দের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি মিছিল করেছে সিঙ্গেল শিক্ষার্থীরা। মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের দাবি, শুধু মাত্র কপোত- কপোতিরা নয়, সিঙ্গেলরাও যে অনেক সুখে আছে তা তারা দেখিয়ে দিলেন। লুঙ্গি মিছিলে অংশ নিতে বিকাল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এই সময় তাদের লুঙ্গি পড়ে মাথায় গামছা বেঁধে নানান সাজে সজ্জিত হতে দেখা গেছে। বিকাল সাড়ে ৪ টায় মুক্তমঞ্চ থেকে লুঙ্গি মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারে পৌঁছে আনন্দ সমাবেশে মিলিত হয়। আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন স্থপত্য বিভাগের শিক্ষার্থী রাশেদ উল ইসলাম, আল আমিন আবু আহমেদ দোলন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইফুল মাহমুদ প্রমুখ। শহীদ মিনার থেকে ছাত্রী হল হয়ে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয় লুঙ্গি মিছিল। মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের ‘তোমার আমার মার্কা কি- লুঙ্গী ছাড়া আর কি?’ ‘ প্যান্ট পড়া প্রেমিকেরা- লুঙ্গী আসছে দৌড়ে পালা’ ‘তুমি কে, আমি কে – সিঙ্গেল ছাড়া আবার কে’ ‘ নারী তুমি দেখ এসে- সিঙ্গেল আছি কত সুখে’ ‘পুরুষ তুমি সঙ্গী ছাড়, দৌড়ে এসে লুঙ্গী পড়’ স্লোগান দিতে দেখা গেছে। এই সময় ঢোলের শব্দে আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।  পরে জিলাপী বিতরণের মাধ্যমে শেষ হয় লুঙ্গি মিছিলের কার্যক্রম। মিছিলে কথা হয় আয়োজকদের একজন শরীফ সোহাগের সাথে। তিনি বলেন, সবাই মনে করে ভালবাসা দিবস মানে কপোত-কপোতীদের। এই দিবসে সিঙ্গেলদের ব্যঙ্গ করে থাকে। ত্ইা বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল শিক্ষার্থীদের বিনোদনের লক্ষ্যেই আমাদের এই আযোজন। ‘এই ছাড়া ডাবলদের আমরা দেখিয়ে দিলাম সিঙ্গেলরাও যে কত সুখে আছে’ বলেন শরীফ। মিছিলে অংশ নেয়া পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী রুহুল আমিন সুমনকে প্রশ্ন করা হলে  তিনি জানান,‘আমি সিঙ্গেল, তাই মিছিলে অংশ নিয়েছি’। মিছিলে অংশ নেয়া অন্য শিক্ষার্থীরাও সিঙ্গেল বলে দাবি করেন সুমন।